শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চান্দা না দেওয়ার কারণে ফয়েজ আহমদ কে মুফিজ ও সোহেলের নেতৃত্বে হামলা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চান্দা না দেওয়ার কারণে ফয়েজ আহমদ কে মুফিজ ও সোহেলের নেতৃত্বে হামলা

 

কামরুল ইসলাম

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩৫ মিনিটের সময় আবুল কালামের বাগান থেকে পাহাড়ি পত দিয়ে ফয়েজ আহমদ পিতা, মৃত আবুল হোসেন, সাং পুটিবিলা নালার কুল বাড়ি ফিরার সময় পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসী চান্দাবজ মোঃ মুফিজ পিতা বদরুজ্জামান সাং পুটিবিলা তাতীপাড়া ও সোহেল, পিতা সালেহ আহমদ, পুটিবিলা নতুন পাড়ার নেতৃত্বে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে এই সময় ফয়েজ আহমদ এর আতচিৎকার শুনে কিছু পতচারি ফয়েজ আহমদ কে প্রাণে রক্ষা করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেস থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৬তারিখ রবিবার ফয়েজ আহম্ম লোহাগাড়া থানায় সশরীরে হাজির হয়ে একটি অভিযোগ করেন। অভিযোগে ফয়েজ আহমদ উল্লেখ করেন যে উল্লেখিত সন্ত্রাসী চাঁদাবাজ মফিজ এবং সোহেল দুই চার দিন পূর্বে বাগান থেকে গাছ কাটতে হলে তাদেরকে মোটা অংকের চান্দা দিতে হবে বলে দাবি করেন ফয়েজ আহাম্মদ এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মফিজ এবং সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফয়েজ আহমদের উপর হামলা করে এবং ফয়েজ আহমদের কাছে থাকা এক লক্ষ পাঁচছটি হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়। লোহাগাড়া থানায় লিখিত অভিযোগে যাদেরকে বিবাদী করা হয়েছে তারা হচ্ছে মোহাম্মদ ইদ্রিচ, পিতা সালেহ আহাম্মদ, সাং পুটিবিলা নতুন পাড়া, হাসেম উল্লাহ, পিতা অজ্ঞাত নামা, সাং পুটিবিলা তাতীপাড়া, মোঃ করিম, পিতা মৃত আহমদ সাং পুটিবিলা তাতী পাড়া সহ অঙ্গাত নামা আরও কয়েকজন। এই বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্যে জানাযায় মুফিজ ও সোহেল ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা দরকার ।