সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জয়পুরহাট তিন বছরের সন্তান রেখে স্ত্রী উধাও

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ জুন, ২০২৩

জয়পুরহাট তিন বছরের সন্তান রেখে স্ত্রী উধাও

মোঃ সামিউল হক সায়িম কালাই জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলা মাত্রাই ইউনিয়ন সাহিল কোন গ্রামের দিনমজুর মোঃ শাহারুল স্ত্রী স্বামীর টাকা নিয়ে এক সন্তান রেখে পালিয়ে গেছেন আলেমা বেগম (৩৬) নামে এক গৃহবধূ। উপজেলার শাইলগুন, এলাকায় এ ঘটনা ঘটেছে।
আলেমার স্বামীর নাম মো. সাহারুল ইসলাম (৪২)

জানা গেছে, গত ২৭/৫/২০২৩ সকালে আলেমা চিকিৎসার কথা বলে বাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৫ মে আলেমার স্বামী বাদী হয়ে কালাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, কালাই উপজেলার শাইলগুন গ্রামের জহির মিয়ার ছেলে একই উপজেলার সোমশিরা গ্রামের ওসমান মল্লিকের মেয়েকে প্রায় ৩ বছর আগে বিয়ে হয়, তাদের সংসারে একটি পুত্র রয়েছে। চিকিৎসার কথা বলে স্বামীর অনুপস্থিতিতে সন্তান রেখে ঘরের চৌদ্দ হাজার টাকা নিয়ে পালিয়ে যান৷

মামলার বাদী সাহারুল জানান, । আমি এখন বিপদে আছি। তাই থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছি। আমি আমার টাকা ফেরতসহ বিচার চাই।

কালাই থানার এসআই বুল বুল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।