ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

টাকা ধার না দেওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

Link Copied!

টাকা ধার না দেওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

ভ্রাম্যমাণ প্রতিনিধি সাতক্ষীরা
………………………………………….
গজারিয়ায় রাহাফুল খান হত্যার ৭২ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন এবং প্রধান অভিযুক্ত নিহত রাহাফুলের বন্ধু সাব্বির হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ২ হাজার টাকা ধার না দেওয়ায় তিনি বন্ধু রাহাফুল খানকে হত্যা করা হয়।
গ্রেফতার সাব্বির হোসেন সরকার উপজেলার জামালপুর গ্রামের দিদার হোসেন সরকারের ছেলে। তবে তিনি ভবেরচর কলিমুল্লাহ কলেজ রোড এলাকায় জব্বার মাস্টারের বাড়িতে ভাড় থাকতেন।
থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনার পর থেকে আমরা জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাই। আলামত বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক সব বিষয় আমলে নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম এগিয়ে চলে। এর মধ্যে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রাহাফুলের বন্ধু সাব্বির হোসেনকে গ্রেফতার করি। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ১২ হাজার টাকা ধার না দেওয়ায় তিনি বন্ধু রাহাফুল খানকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু, একটি বঁটি ও ঘুমের ওষুধ মিশ্রিত কোকাকোলার বোতল জব্দ করা হয়। এরপর আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারার অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, ১২ নভেম্বর দুপুরে গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে ভাড়া বাসা থেকে ব্রভসায় রাহাফুল খানের লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST