এমএ আত্তয়াল, সিনিয়র সাংবাদিক — ডিএমপির মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি এবং সেবনের দায়ে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম।তাদের কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা, ৯৫ গ্রাম হেরোইন ও চার কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে ।
ডিএমপির গনমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা করা হয়েছে।