শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিনাজপুর হিলিতেপহেলা বৈশাখ উপলক্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

দিনাজপুর হিলিতেপহেলা বৈশাখ উপলক্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে ২৮৫/১১ এস সাব পিলারের কাছে শুভেচ্ছা বিনিময় করে সীমান্তরক্ষী বাহিনী দুটি। এ সময় উভয়ে নিজেদের মাঝে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।

এসময় উপস্থিত ছিলেন বিএসএফ এর মহাপরিচালক ড.এস.এল থাউসেন এবং বিজিবি এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাসেদ আসগর।

এছাড়াও জয়পুরহাট- ৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলামসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।