বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নরসিংদী জেলা মনোহরদী উপজেলা হাতির দিয়া বাজারে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

নরসিংদী জেলা মনোহরদী উপজেলা হাতির দিয়া বাজারে

স্টাফ রিপোর্টার: মহসিন মিয়া

নরসিংদী জেলা মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারের ভিতরে মেইন বাজারে।পানবাজার ও চাউলের বাজারে এর মাঝের গলি বা রাস্তা বন্ধ করে। গতকাল রাতে অন্যায়ভাবে জোরপূর্বক দোকান ঘর তুলে ফেলেছে।এই কাজটা করছে অতীতে হাতিরদিয়া বাজারের সকল ব্যবসায়ীদের বা বাজারে আসা সাধারণ মানুষের জন্যে যেই টয়লেট ছিল। সেই টয়লেট ভেঙ্গে যারা। মার্কেট বানিয়েছিল তারাই এখন হাতির দিয়া বাজারের ভিতরে রাস্তা বা গলি বন্ধ করে দোকান ঘর তৈরি করছে।আর এইসব কথা বাজারের ভিতর সাধারণ মানুষ বলাবলি করছে । আর কিছু সাধারণ মানুষ আর হাতির দিয়া বাজারের ব্যবসায়ী মিলে প্রতিবাদ জানাচ্ছে।আর ও বলছে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি,কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে লীস না দেওয়া হয়।ব্যবসায়ীদের দাবি এই গলি তাড়াতাড়ি খুলে দেওয়ার জন্য। বাজারে আসো সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। আর এই দখল দেখিয়ে এক সুতার বন্দোবস্তের আবেদন করতে না পারে। হাতিরদা বাজারের ব্যবসায়ী বৃন্দের জোরদাবি।সেই সাথে একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার পরিচালা কমিটির স্বদিচ্ছা ও হস্তক্ষেপ কামনা করছে।আর ঘটনাকে কেন্দ্র করে বাজারে সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিতর চাপা উত্তেজনা বিরাজ করছে ।