ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত ঘর থেকে বিয়ার উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ

Link Copied!

পরিত্যক্ত ঘর থেকে বিয়ার উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ

কুমিল্লার তিতাস উপজেলায়  একটি পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার উপপরিদর্শক (এস আই) ওবাইদুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের সৌদি প্রবাসী মজিবের বাড়িতে একটি পরিত্যক্ত ঘর থেকে ২০(বিশ কেস)৪৮০পিস(চার শত আশি পিছ)বিয়ার জব্দ করে। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এস আই ওবাইদুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের ওসি কাঞ্চন কান্তি দাস স্যারের নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দির নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে গিয়ে পৌঁছলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এসময় আমরা অভিযান পরিচালনা করে  একটি পরিত্যক্ত ঘর থেকে ২০ কেস যার পরিমাণ  ৪৮০ পিস বিয়ার জব্দ করি। প্রতিটি বিয়ার ক্যান এর গায়ে লিখা আছে হলেন্ড ডিয়া ও রয়েলটাস।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবাইদুল হক  সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জিয়ারকান্দি নয়াগাঁও গ্রামের প্রবাসী মজিবরের বাড়িতে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ার বিক্রেতারা পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ঘর থেকে বিয়ারের চালানটি জব্দ করে। এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST