ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় কপিলমুনিতে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

admin
মে ১০, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় কপিলমুনিতে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান এর নেতৃত্বে কপিলমুনি বাজারের অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, কুশিয়ারা চা নকল পেকেটে বাজারজাত, ইন্ডিয়ান মোড়কে দেশীয় খাদ্যপণ্য প্যাকিং করে বাজারজাত করায় কমলা ষ্টোর এর স্বাত্তাধীকারী রামপ্রসাদ দত্ত ও তাপস চন্দ্র সেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪/৪৫ ধারায় ৬০ হাজার টাকা ও মদন মোহন চানাচুর ফ্যাক্টরীর মালিক গোপাল দত্ত কে একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বলেন, মাঠ পর্যায়ে খাদ্যের গুণগত মান যাচাই বাছাই এর অংশ অনুযায়ী খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান কপিলমুনি বাজারে পরিচালিত হয়েছে। এসময় কমলা ষ্টোর ও মদন মোহন চানাচুর এই দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্যাকেটসমূহ কপোতাক্ষ নদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে কথা বিবেচনা করে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন, আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST