রবিবার , ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুলাই, ২০২৩

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মো: আব্দুস সাত্তার (৫৫) নামের একজন আত্মহত্যা করেছে।
সে উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে
জানা যায়
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় নিজ বাড়ীতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
নিহত , আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক অভাব অনটনের মধ্যে দিয়ে দিন পার করতেন , মঙ্গলবার সকালে বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ হাতে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে অসুস্থ অবস্থায় প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার উদ্দেশ্যে রাস্তার মাঝে সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং আইনি সকল প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।