শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল কাদের বালিয়াডাঙ্গী প্রতিনিধি

:ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির দিবস আগামী ২৩ মে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তি দিবসের উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বালিয়াডাঙ্গী ফায়ার সাভিস অফিসের ইনচার্জ প্রদীপ, বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সভায় আগামী ২৩ মে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, দিবসের তাৎপর্যের আলোকে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।