ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বাসস্ট্যান্ডে গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি

admin
মে ২, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাসস্ট্যান্ডে গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানী বাসস্ট্যান্ডে গণশৌচাগার না থাকায় দূর- দূরান্ত থেকে আসা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বগুড়া টু নওগাঁ ও সান্তাহার আঞ্চলিক এই মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানী বাসস্ট্যান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। বগুড়া টু নওগাঁ ও সান্তাহারগামী বাস ছাড়াও এই রোডে দূরপাল্লার অনেক কোচ কাউন্টার রয়েছে।

এই বাসস্ট্যান্ড দিয়ে প্রতিদিন দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ও আদমদীঘির আংশিক এলাকাথেকে আসা মানুষ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে যাতায়াত করে থাকেন। গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ড এলাকায় নেই কোন গনশৌচাগার।

ফলে বিভিন্ন জায়গা থেকে আসা বাস যাত্রীদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে দূরপাল্লার যাত্রীরা নানানভাবে ভোগান্তির শিকার হন। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার, যাত্রীদের এই দুর্ভোগ আরো বেশি।

এছাড়াও মহিলা যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ অনেক অনেক গুণ বেশি পোহাতে হয়। এ ব্যাপারে বাস কাউন্টারে আসা অনেক যাত্রী এই প্রতিবেদককে জানান, এই বাসস্ট্যান্ড এলাকায় একটি গনশৌচাগার অতীব জরুরী। নাম না বলা স্থানীয় অনেকেই জানান, এই বাসস্ট্যান্ড দিয়ে প্রতিনিয়ত শতশত লোকজন যাতায়াত করে। তা ছাড়াও এই চৌমুহানী বাসস্ট্যান্ডে একটি হাট বসে শুক্রবার ও সোমবার, সপ্তাহে দুই দিন।

এই হাটটি উত্তরবঙ্গের আলুর জন্য বিখ্যাত হাট। এই হাটে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আলু কিনতে আসা ব্যাপারীদের সঙ্গে কথা বললে তারাও এমনটা জানান। এই বাসস্ট্যান্ডে গণশৌচাগার নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন যাবত উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে দাবি জানিয়ে আসছেন।

কি কারনে তা পূরণ হচ্ছে না তাদের জানা নেই। স্থানীয়রা আরো জানান এই আঞ্চলিক মহাসড়কের চৌমুহানী বাসস্ট্যান্ডের দুইপাশে অনেক জায়গা পরিত্যক্ত থাকা সত্ত্বেও কেন তা নির্মাণ করা হচ্ছে না। এলাকাবাসী ও প্রতিনিয়ত যাতায়াত করা যাত্রীদের দাবি এই বাসস্ট্যান্ডে গণশৌচাগার নির্মাণ করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিদের সু- দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST