বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাইজভান্ডার উঠেছে তৌহিদের নিশানা ঘুমাইওনা মায়ার ঘুমে আখেরী জামানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ মে, ২০২৩

মাইজভান্ডার উঠেছে তৌহিদের নিশানা
ঘুমাইওনা মায়ার ঘুমে আখেরী জামানা

ঠাকুরগাঁয়ে মাইজভান্ডারী দায়রা শরীফ এর উদ্যোগে ৫৩ তম ওরশ শরিফ অনুষ্ঠিত

মোহাম্মদ আব্দুস সবুর কাদেরী দুলাল স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নে আমগাঁও মাইজভান্ডারী দায়রা শরিফের উদ্যোগে গতকাল বিকাল ৫ ঘটিকায় সময় ৫৩ তম ওরস শরিফ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও-২ আসনের প্রাণপ্রিয় জননেতা অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন।হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আলমগীর।ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মোঃ আনিসুজ্জামান শান্ত।
আলহাজ্ব মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল মাইজভান্ডারী। দ্বিতীয় বক্তা মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম মিয়াজী।তৃতীয় বক্তা মাওলানা মোঃ জহরুল ইসলাম জাদু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমগাঁও মাইজভান্ডারী দায়রা শরীফের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুস সবুর কাদেরী দুলাল, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ , স্থানীয় ওলামায়ে কেরাম ও আপামর জনতা।
বক্তারা কোরআন হাদিসের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বয়ান, মিলাদ, জিকির ও আখেরি মোনাজাত শেষে খিচুড়ির প্যাকেট বিতরণ করা হয়।