শুক্রবার , ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৯শে জিলহজ, ১৪৪৫ হিজরি

মেহেরপুরে একশো বোতল ফেন্সিডিলসহ আটক তিন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ জুন, ২০২৪
মেহেরপুরে একশো বোতল ফেন্সিডিলসহ আটক তিন

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর ক্রাইম রিপোর্টারঃ

মেহেরপুর-মহাজনপুর সড়কের যতারপুর সিরাজ মাস্টারের কলাবাগানের পশ্চিমপাশে থেকে একশো  বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত  ৯টার দিকে ডিবির এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম এ অভিযান চালান,আটক ব্যবসায়ী হলেন- মহাজনপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে হালিম আলী (২৮), মুত ফয়জুল শেখের ছেলে দৌলত শেখ (৪৫) ও আনন্দবাস গ্রামের মৃত শওকত আলীর ছেলে আলী ইয়াসিন(৫০)
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহানজনপুর সড়কের যতারপুর থেকে ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যতারপুরের সিরাজ মাস্টারের কলাবাগানের কাছে অভিযান চালান, সেখান থেকে মাদক ব্যাবসায়ী  দৌলত শেখ ও হালিম আলীকে একশো বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে, পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আনন্দবাস সীমান্ত এলাকা থেকে ওই গ্রামের আলী ইয়াসিন আটক করা হয়,
ওসি আরও জানান, এ ঘটনায় মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিদের সোপর্দ করা হয়েছে।