বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যশোর পালবাড়ি ইজিবাইক সহ ড্রাইভার নিখোঁজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

যশোর পালবাড়ি ইজিবাইক সহ ড্রাইভার নিখোঁজ

সোহাগ সরদার,খুলনা ব্যুরো

গতকাল ১৬/০৪/২৩ ইংরেজি তারিখে, রবিবার, যশোর সদর পালবাড়ী এলাকা থেকে,ড্রাইভার মামুন (৩০) হলুদ রঙের একটি বরাক ইজিবাইক ৫ টি ব্যাটারি সহ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।

ড্রাইভার মামুন (৩০) যশোর কোতোয়ালি মডেল থানার রেলগেট এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা ড্রাইভার মোঃ শহীদের পুত্র।

এ ব্যাপারে গাড়ির মালিক যশোর কোতোয়ালী মডেল থানার, এলাকার কৃষ্ণবাটি এলাকার মোঃ মনসুর মোল্লার পুত্র মোঃ রবিউল ইসলাম (২৮) বলেন আমার ইজিবাইকটি যশোর পৌরসভা কর্তৃক প্রদত্ত ব্লু বুক নম্বর-৩৯০০/ যার মূল্য আনুমান ১৫০.০০০/এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ড্রাইভার মামুন গত দুই মাস হইতে আমি রবিউল ইসলামের বাড়ি হইতে প্রতিদিন সকালে ইজি বাইক টি ভাড়া নিয়ে রাতে জমা দিয়ে যায়, প্রতিদিনের ন্যায় ১৬/০৪/২৩ ইংরেজি
তারিখে রাত অনুমান ১০:০০ টার দিকে ড্রাইভার মামুনের মুঠোফোনে ফোন করিলে, তিনি জানাই আমি যশোর পালবাড়ি এলাকাতে যাত্রী নিয়ে এসেছি ইজিবাইকটি জমা দিতে দশ মিনিট সময় লাগবে, আমি পুনরায় ১০:৩০-মিনিটে মামুনের মুঠোফোনে ফোন করিলে মামুনের ফোন নাম্বার বন্ধ পাই,
এরপর হইতে মামুনের সঙ্গে যোগাযোগ করা আর কোনো সম্ভব হয়নি।

এ ব্যাপারে গাড়ির মালিক মোঃ রবিউল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।