সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রাণীশংকৈলে অবৈধ ইট ভাটার দুই মালিকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

রাণীশংকৈলে অবৈধ ইট ভাটার দুই মালিকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ আব্দুল জব্বার স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে পরিবেশ দূষণ ও অবৈধভাবে  ভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে  দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা করে  মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে   এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও) শামছুজ্জামান আসিফের  নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায়  জেএমকে ও ফোরস্টার ব্রিকসের মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত জেএমকে ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়। অভিযানকালে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক, মাহাবুবুর রহমান বলেন নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে দুই ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।