শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শনিবারে মালোশিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসুল্লিরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

শনিবারে মালোশিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে মুসুল্লিরা

মালোশিয়া থেকে মোক্তার হোসাইনঃ

দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা করে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে প্রবাসী বাংলাদেশিরা।এ বছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একইদিনে ঈদ উৎযাপন হচ্ছে।মালোশিয়ার মোওয়া জেলার বাতুলাপান থানা এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাঙালি মোঃ আল আমিন বলেন আমরা সবাই মিলে এক সাথে সুন্দর ভাবে মালোশিয়াতে ঈদের জামাত আদায় করতে পেরেছি। মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি ওনি আমাদের এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন।

মালয়েশিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।মালয়েশিয়াতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা পরিবার থেকে দূরে, তারা নিজ দেশের প্রবাসী সহকর্মীদের সঙ্গে ঈদ উপযাপন করছেন।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।