শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সেমাই রান্না করতে গিয়ে দুর্ঘটনার শিকার গৃহবধূ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

সেমাই রান্না করতে গিয়ে দুর্ঘটনার শিকার গৃহবধূ

কামরুল ইসলাম

সেমাই রান্না করতে গিয়ে আগুনে পুড়ল গৃহবধূ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদের দিন সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণে আঁখি আক্তার (২৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ নারী রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
দগ্ধ নারীর স্বামী রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় সেমাই রান্নার জন্য আখি চুলা ধরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আমি বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রীর শরীর আগুনে পুড়ে যাচ্ছে। পরে দ্রুত তার শরীরের আগুন নিভিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমার স্ত্রীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন আখির অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।