শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হিলিতে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

হিলিতে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী

 

কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে নানা আয়োজনে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে হিলি বাজারস্হ আ’লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে।

আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি জনার্দন চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাসিন আলী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের মাহাবুব আলম, পৌর কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।