বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে জিলহজ, ১৪৪৫ হিজরি

৫০ লিটার চোলাই মদ সহ (এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

৫০ লিটার চোলাই মদ সহ (এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নিজাম উদ্দিন, চট্টগ্রাম স্টাফ রিপোর্টার :

 

চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানার বিশেষ অভিযানে নিউমুরিং রোডস্থ জাহাঙ্গীর আলম এর ৭তলা বিল্ডিং এর সামনে হইতে আসামী মোঃ নুর আলম মিঠু (৩৩) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন”র নির্দেশনায় তদন্ত ওসি মোঃ জামাল এর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইপিজেড থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময় ২২ মে ২০২৪; রাত আনুমানিক ২২.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন নিউমুরিং রোডস্থ জাহাঙ্গীর আলম এর ৭তলা বিল্ডিং এর সামনে হইতে আসামী মোঃ নুর আলম মিঠু (৩৩) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় ০১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।

অভিযুক্ত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ নুর আলম মিঠু (৩৩), পিতা-মোঃ মঞ্জু আলম, মাতা-মোছাঃ লায়লা বেগম।

বর্তমানে- নিউমুরিং, বড় মাঝির বাড়ি, আলী মাঝির পাড়া, আলী আকবর বিল্ডিং, নীচতলা, রুম নং-০২, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

উক্ত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়েছে।