জয়পুরহাট জেলা কালাই থানা পুলিশ কর্তৃক ১০০ (একশত)পিচ Tapentadol Tablets সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
===========================
জয়পুরহাট জেলার কালাই থানা এলাকায় ২২-০৬-২০২৩ খ্রিঃ সময় ১১.৪৫ ঘটিকায় কালাই থানা পুলিশের এসআই (নিঃ)/ মোঃ জাহিদুল ইসলাম, এএসআই(নিঃ)/ সালেক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট ইউপির অন্তর্গত বফলগাড়ী গ্রামস্থ তিন রাস্তার মোড় জনৈক মোঃ রাকিব হাসান এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০ (একশত)পিচ Tapentadol Tablets সহ আসামী ১। মোঃ বদিউজ্জামান মন্ডল(৩৮), পিতা-মৃতঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম- দেওগ্রাম, থানা- কালাই, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে কালাই থানার মামলা নং-১৪, তারিখ- ২২ জুন, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।