

মোঃসামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ২৩ জানুয়ারি, সকাল ১০ টায় কালাইয়ের ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে, ফাউন্ডে শনটির মডেল কেয়ারটেকার মোঃ শাহজাহান আলী মোল্লার সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হওয়ার পর সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয়ের বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। বক্তব্য রাখেন ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম। সেই সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিন মোঃ তাইজুল ইসলাম, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির সহকারী শিক্ষক শামিমা নাসরিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতাগুলো হলো যথাক্রমে ক্বিরাত, আজান, হামদ ও নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা ও ইসলামী জ্ঞান। প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। বিভিন্ন ক্যাটাগ রিতে তাদের ১ম, ২য় এবং ৩য় নির্বাচন করা হয়। সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে ১ম স্থান অর্জন করে যে শিক্ষা প্রতিষ্ঠান তার নাম ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি। প্রতিষ্ঠানটির মোট ২৯ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী হয়েছে।