মার্চ ২৩, ২০২৫
Home » জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’-  এ স্লোগানে – মধুপুরে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবের  সমাপ্তি
IMG_20250123_130920

লিয়াকত হোসেন জনী,মধুপুর টাংগাইল প্রতিনিধি 

 জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এ প্রতিপাদ্যে  টাংগাইলের মধুপুরে  ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং পিঠা উৎসবের সমাপ্তি করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ বুধবার (২২ জানুয়ারি) সকালে  উপজেলা পরিষদ চত্বরে  দুই দিন ব্যাপী  এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  অলিম্পিয়াডের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের এবং বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে অংশগ্রহনকারী বিভিন্ন স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময়   অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন   সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম  পিয়া, উপজেলা  বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি  এ কে এম ফজলুল হক,উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর  রহমান,    উপজেলা প্রকৌশলী উপজেলা  মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির সবুজ।   প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ , বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

দুইদিন ব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২২টি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট ডেমোর প্রদর্শন করে। এছাড়া বিজ্ঞান ক্লাবের উদ্যোগে “ফোটন”  নামের এক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিজ্ঞান ক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক জানান,এখন থেকে  নিয়মিত এ বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন টি প্রকাশ করা হবে।

মেলাটি সকলের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে। আড়ম্বরপূর্ণ এ মেলায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে নৃত্য পরিবেশন করেন রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৃন্দ ও ব্যান্ড সংগীত পরিবেশন করেন শোলাকুড়ী কলেজ ও শহীদ স্মৃতি  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সকলের উপস্থিতিতে মেলার স্থল উৎসব মুখর হয়ে উঠে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *