মার্চ ১৬, ২০২৫
Home » পাইকগাছা পৌরসভার উন্নয়নে ৮দফা দাবিতে পৌর প্রশাসকের কাছে মাউক’র স্মারকলিপি প্রদান 
Messenger_creation_AB33E55B-BFD1-4F25-BE21-70E0655B9903

পাইকগাছা প্রতিনিধি 

পাইকগাছা পৌরসভার উন্নয়নে ৮ দফা দাবিতে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের (মাউক) পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একদল মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট স্মারকলিপি প্রদান করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক অ্যাড. এফএমএ রাজ্জাক। এসময় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, কর্মী অ্যাড. প্রধীশ হালদার, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯৯৭ সালে ১ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা স্বীকৃতি পায়। এরপর পর্যায়ক্রমে ‘গ’ থেকে “খ”, “খ” থেকে “ক” শ্রেণিতে উন্নীত হলেও সুদীর্ঘ ২৮ বছরে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই পৌরসভার উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। দাবি সমূহ হলো – পৌরসভার অভ্যান্তরে নোনা পানি উঠানামা বন্ধ করে ওয়াদার বাঁধ কেটে বা সরকারি স্লুইসগেট দিয়ে নোনা পানি উত্তোলন নারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি, পৌরসভার সাপ্লাই পানির প্রবাহ বৃদ্ধি, স্বাস্থ্য সম্মতকরণ সহ পানির মূল্য কমানো, পৌরসভার ৫নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও পাকাকরণ
পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও সংস্কার, পৌরসভার জিরো পয়েন্টে বাস-ট্রাক পার্কিং বন্ধ সহ পৌর বাজারের ফুটপাত দখলমুক্ত করণ, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মাণ, গরুছাগলের হাট নির্মাণ, ষ্ট্রিট লাইট স্থাপন ও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, পৌরসভার শহর রক্ষা বাঁধ নির্মাণ ও মধুমিতা পার্কটি সম্পূর্ণ দখল মুক্ত করে সংরক্ষণ ও বিনোদনের উপযোগীর দাবি জানানো হয়েছে। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, সমস্যা গুলো দীর্ঘদিনের। তাই আপনাদের ও পৌরবাসীর সহযোগিতা পেলে সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *