মার্চ ২১, ২০২৫
Home » লোহাগাড়ায় বায়তুশ শরফের বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল শুরু
FB_IMG_1737624238943 (1)

মাহমুদুল হক চৌধুরী

লোহাগাড়ায় বায়তুশ শরফের বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল শুরু। মাহমুদুল হক চৌধুরী, অলিকুল শিরোমনি আব্দুল জব্বার (রহঃ) প্রবর্তিত চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া আকতারাবাদ ঐতিহাসিক পবিত্র মাহফিলে ইছালে সাওয়াব ২০২৫ এর উদ্দেশ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ দরবার থেকে আখতরাবাদের পথে রওনা হয়েছেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) এ পবিত্র মাহফিল শুরু শেষ শনিবার বাদে আসর
সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বায়তুশ শরফ ও এতিমখানা এবং ইসলামিক রিসার্চ সেন্টার থেকে লোকজন আসবেন মহান আল্লাহ তা’য়ালা এই মাহফিলের যাবতীয় আনজামের ব্যবস্থা করে দিন এবং আমাদের সকলকে শরীক হওয়ার তাওফিক দান করুন (আমীন)।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *