মার্চ ২১, ২০২৫
Home » ঐতিহাসিক ১০ই মাঘ  সৈয়দ আহমদ উল্লাহ(ক.) মাইজভান্ডারীর ১১৯ তম বার্ষিক ওরশ
1000066626 (1)

মো:আজগর আলী,ফটিকছড়ি,চট্টগ্রাম

ঐতিহাসিক ১০ই মাঘ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক অলীয়ে কামেল শাহছুফী হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর বার্ষিক ওরশ শরীফ ।শত বছরের রীতি অনুসারে শুক্রবার এই মহান অলীর ওপাত দিবস আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে। ১০ ই মাঘ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে বিশ্বের অনেক জায়গা বিশেষ করে পাকিস্তান, ভারত,নেপাল, ইরাক
দুবাই থেকে লক্ষ লক্ষ আশেক-ভক্তগণ এই মহাসমারোহে যোগাদান করে থাকেন । এই উপলক্ষে সমগ্র মাইজভান্ডার এলাকায় আলোক সজ্জিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ,সেচ্ছাসেবক, ডাক্তার ও সাংবাদিকদের সমন্বয়ে বিশাল নিরাপত্তা বলয়ের মাধ্য মে এই মহা সমারোহের আয়োজন সম্পন্ন করা হয়। এই ওরশ কে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের মেলার আয়োজন হয় বিশেষ করে ভান্ডারী মুলা সারাদেশে পরিচিত। আগামী শনিবার দিন এই মহাসমারোহে ইতি টানবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *