
0-0x0-0-0#

শুভ্র মজুমদার,কালিহাতী টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (শুক্রবার) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৩নং, ৪নং ও ৮নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
সকাল থেকেই কার্ড গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের ভিড় লক্ষ্য করা যায়। যথাযথ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
টাঙ্গাইল জেলার স্মার্ট কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন জানান, এ পর্যন্ত কালিহাতী উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে প্রায় এক লক্ষ বিশ হাজার নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। জনসেবাকে দ্রুত ও কার্য কর করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি, যেখানে বায়োমেট্রিক পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে। এখন পর্যন্ত কালিহাতীতে নিরবচ্ছিন্ন ও সমস্যামুক্তভাবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্মার্ট কার্ড গ্রহণ করতে আসা নাগরিকরা জানান, উন্নতমানের এই পরিচয়পত্র হাতে পেয়ে তারা আনন্দিত। এটি শুধু পরিচয়ের মাধ্যম নয়, বরং নাগরিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে কালিহাতী পৌরসভার অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাদের মাঝেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।