মার্চ ২১, ২০২৫
Home » কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৮ জন বিডিআর সদস্য
IMG-20250123-WA0033

মোঃ মাইনুদ্দিন শিকদার,গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জন বিডিআর মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান। এ নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বমোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া শুরু করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১, কাশিমপুর কেন্দ্রীয় কারা গার ২ ও হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বিকেল ৪টা পর্যন্ত ১২৬ জন বিডিআর সদস্যকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে ২৪ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে থেকে ৮৯ জন, হাইসিকিউরিটি কারগার থেকে ১৩ জনসহ ১২৬ জন বিডিআর সদস্য মুক্তি লাভ করেন।
রাত ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আরও ৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে আরও ৮ জনসহ মোট ১৩৪ জন বিডিআর জওয়ান মুক্তি লাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনি য়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। কারামুক্তির পরপরই আবেগাপ্লুত হয়ে পড়েছেন ওই বিডি আর সদস্যরা। তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার পাশাপাশি পুনরায় চাকরিতে বহাল করতে বর্তমান সরকারের কাছে তারা অনুরোধ জানান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *