

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া বগুড়া
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ফিরোজ শাহ(৩৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে ও ফুলতলী বাজারের আল্লারদান ডেকোরেটরের স্বত্বাধিকারী। ফিরোজ শেরপুর গ্রামের জনৈক জাহিদুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করার জন্য এসেছিলেন। গত বুধবার ২২জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটেছে।
তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে না কি নিজে আত্মহত্যা করেছে তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন জানান, ফিরোজ ২২জানুয়ারি শেরপুর তালুকপাড়া গ্রামে জাহিদুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করতে এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার আদমদিঘী সার্কেল নাজরান রউফ সহ দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, জাতীয় মানবাধিকার প্রতিদিন পত্রিকা প্রতিনিধিকে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। সে মোতাবেক আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।