মার্চ ১৬, ২০২৫
Home » দুপচাঁচিয়ার তালোড়ায় মহা কবি মাইকেল মধুসূদন দত্তের  জন্ম দিবস পালন 
Screenshot_20250124_135533 (1)

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া /বগুড়া 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ১৯৮তম মাসিক সাহিত্য আড্ডায় ও মহা কবি মাইকের মধুসূদন দত্তের ২০১তম জন্ম জয়ন্তী  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে সংসদের    সভাপতি মো: আব্দুল মজিদ খোন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মোমিন ইসলাম শাওন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের মধুসূদন দত্তের  জীবনী ও তার  সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন,  সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা  মোঃ মুখলেছার রহমান ,  মোঃ মোশারফ হোসেন সেলিম,  আফজাল হোসেন,   দিসেশ চন্দ্র শীল, মোঃ আরাফাত হোসেন, এ কে এম ফজলুল কবির, মোঃ আব্দুল মজিদ হারুন প্রমূখ।  আলোচনা সভা শেষে মহা কবি  মধুসূদন দত্তের  কবিতা আবৃত্তি করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *