

স্টাফ রিপোর্টার
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর ভাতশালা গেইট এর পুর্বে। মুদি দোকান ব্যবসায়ী ছাদেক এর পিতা সত্তার।তার পুত্র ছাদেক,মুদি দোকানে মুদি সামগ্রী বিক্রিও পেট্রোল,অক্টেনও ডিজিল দোকানের ভিতর রেখে ইচ্ছে মতো বিক্রি করে যাচ্ছে।দোকানের ভিতরে পদার্থ এর একটু বাহিরে চুলায় আগুন জ্বালিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ।দোকানের প্রায় সাথে অপজিটে নিজের বাড়িতে চুলায় আগুন রান্না চালিয়ে যাওয়া হয়। যে কোন মুহূর্তে আগুন লেগে স্থানীয় ভাবে বড়ধরনের বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। ভিতরে পদার্থ থাকাকালীন আশপাশে আগুন মানেই বিপদ অবিশ্বাস হলেও সত্য।
ডেটস্প্রে কিছু মালামাল বিক্রি করার বিষয় একটি বিশ্বাস্থ সুত্রে জানা যায়। এলাকায় সাংবাদিক এর তথ্য সংগ্রহে বিঘ্ন মুদি দোকান ব্যবসায়ীর পিতা আঃ সত্তারের বিরুদ্ধে। এলাকায় সাংবাদিক প্রবেশ করাতে তার গাত্রদাহ। জনসাধারণের উপকারের লক্ষে দোকানটি অবিলম্বে মনিটরিং করা প্রয়োজন।তাই জরুরি ভিত্তিতে দোকানটির ভিতরে পদার্থ থাকাকালীন পাশে আগুন প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী।