মার্চ ১৬, ২০২৫
Home » পীরগাছায় প্রকৌশলী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে -র আয়োজন করা হয়
IMG_20250123_184333

মোস্তাক আহমেদ বাবু,রংপুর 

পীরগাছা উপজেলার প্রকৌশল বিভাগের কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার  দুপুরে ,২ঘটিকায় পীরগাছা উপজেলার নতুন ভবনে,প্রধান প্রকৌশলীর দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিতির মাধ্যমে দেখা যায় পীরগাছা উপজেলা প্রকৌ- শলী কর্মকর্তা,মোঃ মনিরুল ইসলাম কান্না ভরা কন্ঠে,বিদায়ী বেলা,সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে,পিছনের সব স্মৃতি বুকে ধারণ করে চলে যাচ্ছেন। সে সময় তিনি পিছ -নের ভুল ভ্রান্তি মনে করে না রাখার জন্য।সবার কাছে,দোয়া চেয়েছেন। এবং তিনি যে,নতুন জায়গায় যাচ্ছেন,সেখানে যেন ভালো থাকতে পারেন। সেই প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কমনা করেন। এবং নতুন জায়গায় গিয়ে,তিনি তার দায়িত্ব কর্তব্য ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পরেন,জন্য সবার সহযোগিতা কামনা করেন।
জানা যায় তিনি,পাশের উপজেলা কাউনিয়া -য় বদলি হয়েছেন। তাই তিনি বলেন,আমি আপনাদের সঙ্গে পাঁচটি বছর কাটি য়েছি,অথচ আমাকে বিদায় নিতে হচ্ছে ভাবতে খুব কষ্ট লাগে। তারপরও একটি প্রবাদ রয়েছে চলে নাহি যব হায়,তবুও চলে যেতে হয়। আমরা যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছি,সবাইকে এক স্থান থেকে অন্য স্থানে চলে হতে হবে,এটাই আমাদের নিয়ম। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় দায়িত্বে ছিলেন,রবি লাহিড়ী। ও বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন,পীরগাছা উপ- জেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এবং সে সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার বাজার মালিক সমি- তির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগাছা থানার শাখার আহবায়ক হাজী মোঃ আমিনুল ইসলাম রাঙ্গা ও বিশিষ্ট শিল্পপতি ও ঠিকাদারদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মোঃ ডায়াল মিয়া সহ আরো অনেক ঠিকাদাররা উপস্থিত ছিলেন ও প্রবীণ সাংবাদিক পীরগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি সহ অনেক গণ- মাধ্যমকর্মীরও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখো যেঃ পীরগাছা উপজেলার প্রকৌশলী হিসেবে নতুন যিনি দায়িত্ব পালন করবেন। উনি হচ্ছেন মোঃ আসাদুজ্জা -মান জ্যামি,উনার কর্মস্থান ছিল কাউনিয়া উপজেলা। এ সময়  বক্তারা সকলেই যার যার জায়গা থেকে বিদায়ী প্রকৌশলী অফিসার মোঃ মনিরুল ইসলাম কে সম্মানী স্মারক প্রদান করেন। এবং তার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *