

জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের দুবাই প্রবাসীর ২২ হাজার দিরহাম ও প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার আত্মসাৎ করে ফেঁসে গেলেন মাগুরা জেলা র নারী প্রতারক বিনা বেগম। বিস্তারিত : ফরিদপুর জেলার কোতোয়ালী থানার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রব মোল্লা। তিনি গত ২০১০ সালে পেটের দায়ে ও ঋণের বোঝা মাথায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। ভালোই চলছিল প্রবাসে রব মোল্লার দিন,
হঠাৎ করেই মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়িয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের বাসিন্দা মোঃ আহাদ মোল্লা (৪৫) এর সহধর্মিনী মোছা: বিনা বেগম (৪১) তিনিও ডুবাই প্রবাসী ভিন্ন একটি কোম্পানিতে কর্মরত থাকতেন কাজের ফাঁকে হঠাৎ করে দেখা হয় রব মোল্লার সাথে, কিছুদিনের পরিচয়ে এক পর্যায়ে (বিনা বেগম) রব মোল্লার সরল মনের ভাবমূর্তি বুঝে ফেলে তাকে ধর্মের ভাই ডাকেন, তখন রব মোল্লাও সরল বিশ্বাসে (বিনা বেগম)কে বোন ডাকলেন।
হঠাৎ করে ২০২২ সালে বিনা বেগমের বাড়িতে ঘর তুলবে বলে রব মোল্লার কাছ থেকে নগদ কিছু টাকা ধার চান এক পর্যায়ে দুবাই দিরহামের ২২হাজার দিরহাম যার বর্তমান বাংলা টাকার হিসাব ৭ লক্ষ ৩৩ হাজার ৭০০ টাকা। এই টাকা নেবার পর বিনা বেগম কিছুদিন পর দেশে চলে আসেন।আসার সময় রব মোল্লা তার স্ত্রী দেশে থাকা ছাহেরা বেগম (৩৯)এর জন্য দুই ভরি ওজনের স্বর্ণে র চেইন, এক ভরি ওজনের কানের দুল,ছয় আনা ওজনের স্বর্ণের দুটি আংটি,ও ২২ হাজার দিরহাম সহ কিছু আসবাবপত্র যা বাংলা টাকার সর্বমোট মূল্য ১১ লক্ষ্য ৮৩ হাজার ৭০০ টাকা।
এসব নিয়ে বিনা বেগম দেশে ফেরেন বছর দুই আগে কিন্তু বিনা বেগম দেশে আসার পরে কিছুই জানান না রব মোল্লার স্ত্রী ছাহেরা বেগমকে,এ বিষয়ে রব মোল্লার স্ত্রী সাহেরা বেগম বিনা বেগমকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সময় চেয়ে ফেরত দেবেন বলে জানান।এক পর্যায়ে বিনা বেগম গত ১০ ১ ২০২৫ তারিখে রব মোলার নিজ বাড়িতে আসেন তখন রব মোল্লার স্ত্রী টাকা ও মালামাল চাইলে এক পর্যায়ে বিনা বেগম কোন কিছু ফেরত দেবে না বলে রাগণিত হয়ে চলে যান।
তখন কোন উপায় না পেয়ে প্রবাসী রব মোল্লার স্ত্রী সাহেরা বেগম বাদী হয়ে বিনা বেগমকে ১ নং আসামি এবং বিনা বেগমের স্বামী মোঃ আহাদ মোল্লাকে দুই নং আসামি করে, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলী আদালতে মামলা দায়ের করেন গত ১৩/১/২০২৫ ইং যাহার মামলা নং (সি আর ১৩৭/২৫) ঘটনাটি ভিন্ন জেলায় হওয়াতে বিস্তারিত জানার জন্য গণমাধ্যম কর্মী বিনা বেগমকে একাধিক বার ফোন করলে বিনা বেগম ফোনটি রিসিভ করেন না। এবং ভুক্তভোগীরা সঠিক বিচার চেয়ে প্রতারক বিনা বেগমের শাস্তির দাবি জানিয়েছেন।