মার্চ ২৫, ২০২৫
Home » শহীদ ইশমাম ও সাইফুল ইসলাম আলিফের বাড়িতে নগদ অর্থ ও উপহার নিয়ে জেলা প্রশাসক
IMG-20250123-WA0031 (1)

মোহাম্মদ নুরুল আলম, সাতকানিয়া লোহাগাড়া 

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ ইশমাম এবং এর পরবর্তী উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই শহীদের কবর জেয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে এসব টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন তিনি।
এসময় নতুন বাড়ি করার জন্য শহীদ ইশমামের মায়ের হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন এবং বাড়িতে যাওয়ার রাস্তা ও শহীদ সাইফুল ইসলাম আলিফের কবরে যাতায়াতের রাস্তা ও এলাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য আশ্বাস প্রদান করেন।
এ সময় লেহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান,বিএনপি নেতা নাজমুল মুস্তাফা আমিন, এটিএম জাহেদ চৌধুরী,সাজ্জাদুর রহমান চৌধুরী,   লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজসহ পুলিশ, আনসার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *