মার্চ ১৬, ২০২৫
Home » আইনি নিষেধাজ্ঞা না মেনে,চলছে ভারী যানবাহন রোড ক্যাপাসিটি সাড়ে ৭ টন বহন করছে ৫০ টন
IMG-20250125-WA0020

শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা

খুলনা ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা শিকরহাট-টু ভাটপাড়া খেয়াঘাট এলাকা পর্যন্ত রাস্তাটির কার্পেটিং করা হয় ৯ মাস আগে রাস্তার ক্যাপাসিটি সাড়ে ৭ টন, কিন্তু,এই রাস্তা উপর দিয়ে ভারী যান চলাচলের নিয়মিত রুট হিসেবে ব্যবহার হচ্ছে সময় বাঁচানোর জন্য ৫০ টন মাল নিয়ে বহন করছে ১০ চাকা থেকে,১৪,চাকার,ভারী যানবাহন , চলাচলের ক্ষেত্রে নিয়ম-নীতি অমান্য করে গ্রামবাসীর গাছপালা এবং প্রতিনিয়ত বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়া, বেশিরভাগ সময় দেখা যায়, বিদ্যুতের মেন তার ছিঁড়ে ফেলে রেখে চলে গেছে, এবং গ্রামবাসীকে বিদ্যুৎবিহীন থাকতে দেখা যায়

ভারী যানবাহন চলাচলের জন্য বেশিরভাগ সময় কোমলমতি শিশুরা স্কুলে যেতে আপত্তি জানায় বিপদের আশঙ্কা গার্জিয়ানেরা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকে, শিকিরহাট থেকে ভাটপাড়া পর্যন্ত ৫,টি স্কুল একাধিক মাদ্রাসা, গ্রামের ভিতরের রাস্তা, কিছু সুবিধাভোগী লোকের কারণে সময় বাঁচানোর ক্ষেত্রে নিয়ম-নীতি অমান্য করে গ্রামবাসীরকে, জিম্মি করে ভারী যানবাহন ও কাভার্ড ভ্যান গুলা দীর্ঘদিন যে পথে চলাচল করছিল সেই পথে চলাচল করার আহ্বান জানান গ্রামবাসী, রাস্তাটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ফুলতলা ইউ এন ও বরাবর লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী একত্রিত হয়ে, রাস্তাটি বিভিন্ন জায়গায় ফাটল এবং গর্ত দেখা গিয়েছে, এবং প্রতিনিয়ত গ্রামবাসী বিপদের সম্মুখীন হচ্ছেন, জনসাধারণের নিরাপত্তা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাতে আইনি সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা গেল

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *