মার্চ ২১, ২০২৫
Home » আগামী বছরেই বাংলা‌দে‌শের মানুষ আরও সাশ্রয়ী মু‌ল্যে বিদ‌্যুৎ পা‌বে চীনের রাষ্ট্রদুত
1000103562

মোঃ মাহবুবুর রহমান সোহেল,স্টাফ রিপোর্টার

বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার এইচ. ই ইয়াও ও‌য়েন বলেছেন, প‌রিত‌্যক্ত বর্জ‌্য থেকে বিদ‌্যুৎ উৎপাদন কাজ শুরু করেছে। যার সুফল হিসেবে আগামী বছরই আরও সাশ্রয়ী মু‌ল্যে বিদ‌্যুৎ ব‌্যবহার কর‌তে পার‌বে। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর ওয়ামী স্কুল প্রাঙ্গ‌নে শীত বস্ত্র ও খাদ‌্য সামগ্রী বিতরন অনুষ্ঠা‌নের বক্তব‌্য কালে এ কথা ব‌লেন । তি‌নি আরো ব‌লেন, জুলাই আগ‌ষ্টের আন্দোল‌নে আহত‌দের চি‌কিৎসার জন‌্য চীন মৈত্রী হাসপাতালে আলাদা ব‌্যবস্থা রাখা হয়েছে । পাশাপা‌শি চী‌নে তিন‌টি হাসপাতাল‌কে তা‌দের চি‌কিৎসার জন‌্য নি‌র্দিষ্ট ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। এছাড়াও ঢাকায় আরও এক‌টি
হাসপাতাল তৈ‌রির প্রকল্প হা‌তে নেয়া হ‌য়েছে । এটি বাস্তবায়ন হ‌লে বাংলা‌দে‌শের মানু‌ষের আধু‌নিক চি‌কিৎসা সেবা নি‌শ্চিত হ‌বে ।
একই অনুষ্ঠা‌নের বাংলা‌দেশ জামায়া‌তে ইসলা‌মের আমীর ডাক্তার শ‌ফিকুর রহমান ব‌লেন, চীন বাংলা‌দে‌শের বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতাকর্মী‌কে দাওয়াত ক‌রে তা‌দের দে‌শে নি‌য়ে যান । রাজ‌নৈ‌তিক নেতা‌দের ম‌তো সাংবা‌দিকদেরও যেন নি‌য়ে যাওয়া হয় । এতে সাংবা‌দিকরা সামা‌জিক উন্নয়ন মুলক কা‌জে দক্ষতার পাশপাশাপা‌শি দেশ গড়ার কা‌জে গুরুত্বপুর্ণ ভু‌মিকা রাখ‌তে পার‌বে।অনুষ্ঠা‌নে সহস্রা‌ধিক দুস্থ ও শীতার্থ মানু‌ষের মা‌ঝে কম্বল, চাল, ডাল, তেল ও চি‌নিসহ নিত‌্য প্রয়োজনীয় প‌ন্যের প‌্যা‌কেট বিতরন করা হয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *