এপ্রিল ২৮, ২০২৫
Home » আবু-রাহানের মারপিট কারিকে সঠিক বিচার করলেন কুলিয়ার ইসমাইল হোসেন  চাকমা 
1737881994900

আবুল হাসান,স্টাফ রিপোর্টার

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ফারুক হোসেন কতৃক আবু রাহানকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সকাল সাড়ে ১০ টায় কুলিয়া পুরাতন বাজারস্থ রড দিয়ে ব্যাপক ভাবে  মারপিট করার অভিযোগ। অপরাধীর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আন্তরিক ভাবে  আইনে সুপদ্য না করে আইন  অমান্য করে বেধড়ক মারধর রডদিয়ে। জানা গেছে, তাকে মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে ওলিউলের দোকানের সামনে  মারপিটের ঘটনা।
এক পর্যায়ে লোকজন  ছাড়িয়ে কাউন্সিল সংলগ্ন এক চায়ের দোকানের সামনে ঔষধের দোকানের সামনে স্থানীয় লোকজনও গ্রামপুলিশের উপস্থিত মিমাংসা হয়। মারপিটের সাথে জড়িত তাদের কে ডেকে বিষয় জানা এরপর ইসমাইল হোসেন  চাকমা উপস্থিত লোকজনের সম্মুখে সুষ্ঠু নিরপেক্ষ বিচার করেন। সে জন্য ইসমাইল  চাকমার প্রতি স্থানীয় ভাবে সনতষ্ঠ প্রকাশ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *