মার্চ ২৩, ২০২৫
Home » কালিহাতীতে পরীমণির আগমনে ধর্মীয় মহলের আপত্তি, স্থগিত শোরুম উদ্বোধন
images (2)

শুভ্র মজুমদার, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ‘হারল্যান’ কসমেটিকস শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণির উপস্থিত থাকার কথা ছিল। তার ভক্তরা এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও স্থানীয় ধর্মীয় মহল থেকে তীব্র আপত্তি ওঠে। হেফাজতে ইসলামসহ মুসল্লিদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কালিহাতীর এলেঙ্গার টিন মার্কেটে ‘অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান’ শোরুমের উদ্বোধন হওয়ার কথা ছিল। ১৫ দিন ধরে প্রচারণা চললেও পরীমণির উপস্থিতি ঘিরে ধর্মীয় মহলের বিরোধিতা ক্রমেই তীব্র হয়। স্থানীয় মুসল্লিরা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেয় এবং শোরুম মালিককে অনুষ্ঠান বাতিলের দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীমণির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মসজিদে আলোচনা শুরু হয়। হেফাজতে ইসলামের নেতারা এবং মুসল্লিরা শোরুম মালিক মীর মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আহ্বান জানান। একপর্যায়ে, পরিস্থিতি বিবেচনায় পুলিশ ও অন্যান্য পক্ষের পরামর্শে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়।শোরুম মালিক মীর মাসুদ রানা বলেন, পরীমণির উপস্থিতি নিয়ে ধর্মীয় নেতাদের আপত্তি ছিল। এবং পুলিশও আমাদের সতর্ক করে। তাই কোম্পানির সঙ্গে আলোচনা করে আমরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব এক ফেইসবুক পোস্টে লেখেন, এলেঙ্গায় হারল্যান শোরুমের উদ্বোধনে এক চিত্রশিল্পীর (পরীমণি) আগমনের বিষয়টি জানার পর ধর্মপ্রাণ মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়

স্থানীয় আলেম-ওলামারা শোরুম মালিকের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বোধন বাতিলের অনুরোধ জানান। মালিকপক্ষ তাদের অনুরোধ রাখায় আমরা কর্মসূচি স্থগিত করি এবং এ নিয়ে আর কোনো আলোচনা না করার আহ্বান জানাইকালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মীয় মহলের চাপের কারণে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে।

পরীমণির আগমনের বিরোধিতা ও অনুষ্ঠান বাতিলের ঘটনা এলেঙ্গার ব্যবসায়িক পরিবেশে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রচারের জন্য যে বিনিয়োগ করেছিল, তা ক্ষতির মুখে পড়েছে। তবে ধর্মীয় ও সামাজিক সমঝোতার স্বার্থে আপাতত তারা নতুন পরিকল্পনার অপেক্ষায় রয়েছে

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *