মার্চ ২১, ২০২৫
Home » চট্টগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত 
1000067373

মো:আজগর আলী, চট্টগ্রাম 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য একটি মিলনায়তনে। ২৫ জানুয়ারি ২০২৫,শনিবারে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে ও উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।মাওলানা শাহজাহান তার বক্তব্যে বলেন, জামায়াত যে আদর্শে বিশ্বাস করে তা কারও উপর জোর করে চাপিয়ে দিতে চাই না
নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে তা মানুষ বুঝাতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে সকল কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পরিপূর্ণ দ্বীন পালন করা সম্ভব নয়।  জামায়াত কর্মীদেরকে বায়াতে জিন্দেগিতে প্রবেশ করতে হলে তিন দিক থেকে প্রস্তুতি নিতে হবে। সহীহ্ ভাবে কোরআন শিখতে হবে এবং কুরআন সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে হবে । তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। জামায়াত একটি গতিশীল সংগঠন। সদস্যরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে। দিনব্যাপী কর্মী শিক্ষার শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরি  ষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, সাবেক জেলা আমীর ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক নু রুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহামম্দ নজরুল ইসলাম
চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার নুরুছালাম, অধ্যক্ষ নুরুন্নবী, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দীন আজাদ, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, জেলা সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ এজাহারুল ইসলাম প্রমুখ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *