মার্চ ২১, ২০২৫
Home » ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে ভুয়া তথ্য প্রচার: রিউমর স্ক্যানারের প্রতিবেদন 
images (5) (1)

মো:শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে ভাইরাল হওয়া একটি পদত্যাগপত্রের ছবিতে দাবি করা হয়েছে যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, ভাইরাল হওয়া পদত্যাগপত্রের ছবিতে একাধিক অসঙ্গতি রয়েছে।
পদত্যাগপত্রের অসঙ্গতি  ১. **তারিখের ফরম্যাট:** প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্যাডে বাংলা তারিখ ওপরের দিকে এবং ইংরেজি তারিখ নিচের দিকে লেখা থাকে। তবে ভাইরাল হওয়া চিঠিতে বাংলা ও ইংরেজি তারিখ পাশাপাশি।
২. **ফন্টের অমিল:** চিঠিতে ব্যবহৃত ফন্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল প্যাডের ফন্টের সঙ্গে মেলে না।
৩. **বিশ্বাসযোগ্য সূত্রের অভাব:** গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্র ড. ইউনূসের পদত্যাগের খবর নিশ্চিত করেনি।
বেসরকারি টেলিভিশনের দাবিও ভিত্তিহীন
ভাইরাল পোস্টে বলা হয়েছিল, বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিকের কাছে ড. ইউনূস পদত্যাগপত্র জমা দিয়েছেন। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষও এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি।
বর্তমান অবস্থা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ নিয়ে প্রচারিত খবর সম্পূর্ণ বানোয়াট এবং বিভ্রান্তিকর। সতর্কতা সাধারণ জনগণকে এমন ভুয়া তথ্য থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো খবর যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *