মার্চ ২৫, ২০২৫
Home » ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা, বাদ দেয়া হয়েছে নাতি-নাতনিদের কোটা
image (82)

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে, তবে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য এই কোটা সুবিধা বাদ দেয়া হয়েছে। শনিবার সকালে কলা অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান এই তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য আরও জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেয়া হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি কেন্দ্রসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ২,৯৩৪টি আসনের জন্য ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *