

মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা পলাতক ফ্যাসিবাদী শক্তির উত্থানকে সুযোগ দিতে পারে, যা দেশের জন্য বিপদজনক হতে পারে। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ নির্বাচনের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এ দাবি বাস্তবায়ন করা দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের সংগ্রামের ফলস্বরূপ।
এ্যানি আরো বলেন, সরকারকে জনগণের এই দাবি শোনার মনোভাব নিয়ে এগোতে হবে এবং নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা উচিত হবে না। দেশের ভবিষ্যতের জন্য একটি সুন্দর, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশ গঠন করতে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকারের প্রতি কিছু যৌক্তিক দাবি রয়েছে এবং সকল রাজনৈতিক দলের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা জরুরি।
তিনি সরকারকে অনুরোধ করেন, যেন তারা একটি নিরপেক্ষ এবং সময়োপযোগী নির্বাচন আয়োজন করে এবং সেই নির্বাচনে সকল দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধা ন শিক্ষক খোদেজা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ।