মার্চ ২৩, ২০২৫
Home » নীলফামারীর জেলা আইনজীবী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ৩০শে জানুয়ারী
9ff8dbd5-dea2-4060-8263-1ddb908627e3

আব্দুস সালাম,নীলফামারী

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন । উক্ত নির্বাচন ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,  সভাপতি পদে এ্যাড. আব্দুল লতিফ সরকার, এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম ও  এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা এ্যাড. আশরাফুল লতিফ কিবরিয়া বুলবুল, এ্যাড. আমিনুর রহমান ২ ও এ্যাড. মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ্যাড. মোঃ কামরুজ্জামান শাসন, এ্যাড. মোঃ ফয়েজুল উল হক শিশির ও এ্যাড. মোঃ আল মাসুদ চৌধুরী

যুগ্ন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন,এ্যাড. মোঃ হাসনেন ইমাম সোহেল ও অ্যাড. বাবু সান্তোষ কুমার বিশ্বাস।সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ্যাড  মোঃ সেলিম শাহ ও অ্যাড. মোঃ গোলাম মোস্তফা সজিব।কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন,এ্যাড. মোঃ ফারুক হোসেন সরকার ও অ্যাড. মোঃ আসাদুজ্জামান খান রিনো, লাইব্রেরি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন, এ্যাড. আলপনা রায় রেখা ও এ্যাড. মোঃ আনিছুর রহমান আজাদ, ধর্ম ও বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্ব ন্দ্বিতা করছেন, এ্যাড. মোঃ হুজুর আলী ও  এ্যাড. হৃদয় চন্দ্র শর্মা।সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ্যাড.বাবু দিবাকর দেব সিংহ এ্যাড. মোও শাহীনুর ইসলাম,

এ্যাড. মোঃ আরমানুজ্জামান সরকার, এ্যাড. মোহাম্মদ গোলাম রাব্বানী রাইয়ান, এ্যাড. বাবু সুজয় চন্দ্র রায়, এ্যাড. মোঃ আবু সুফিয়ান, এ্যাড. মোঃ আফতাবুজজামান বিপ্লব, এ্যাড. মোঃ মুজাহিদ ইসলাম শাহ, এ্যাড. মোঃ জুলফিকার আলী ভুট্টু, এ্যাড. মোঃ শাখাওয়াত সিরাজ বাবু, এ্যাড. মোঃ খালেকুজ্জামান স্নিগ্ধ, এ্যাড. এ. বি. এম.জিকরুল হক বরকত। উক্ত, প্রার্থীতা যাচাই বাচাই শেষে সোমবার (২০শে জানুয়ারী) চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন এ্যাড. আবু জাফর নুরুল জাকি রিটার্নিং অফিসার আইনজীবি সমিতি নীলফামারী। উল্লেখ্য, এবারে নীলফামারীর আইনজীবী সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে সকল পদে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *