

সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি শনিবার বিকেল ৫ টার সময় উপজেলা মেইল বাস স্ট্যান্ড যশমতউল্লাহ মার্কেটে বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা কমিটির শাখা অফিস অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ তালাশ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভা উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা
কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, সুশান্ত মালাকার। সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (বাবু), সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু কমল সরকার (কাজল), সদস্য সুরঞ্জিত কুমার কর্মকার (সুবল), সদস্য মোঃ কবির আহমেদ (সাবু), সদস্য মোঃ আরিফুল ইসলাম, সম্পাদিকা মোছাম্মৎ আছিয়া বিবি প্রমুখ। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, সে সঙ্গে উপজেলা সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।