মার্চ ১৬, ২০২৫
Home » ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রবাসী স্ত্রী সুমাইয়া ক‍্যান্সার আক্রান্ত  সন্তান নিয়ে নির্যাতনের শিকার
1000153326

জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি ফুলপুর 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী  সুমাইয়া আক্তারের এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল সুখের সংসার তারি মধ্যে ছেলে সন্তান মরন ব‍্যাধি ক‍্যান্সার আক্রান্ত  হয় ক‍্যান্সারে আক্রান্ত হওয়াই শ্বশুর শ্বশুরির নির্যাতনের  শিকার হয় সুমাইয়া এমটাই অভিযোগ উঠেছে  অসহায় দুই সন্তানের জননী সুমাইয়া আক্তারের ।সুমাইয়া  আক্তারের আট বছরের সংসার জীবনে স্বামী সন্তান নিয়ে  ভালোই কাটছিলো সুমায়ার সংসার।   সংসারের সুখের আশায় স্বামী আনোয়ার হোসেন  সৌদিতে  পাড়ি জমান।
স্বামী প্রবাসে থাকা অবস্থায়  বারবার নির্যাতনের শিকার সুমাইয়া কখনও  শ্বশুরের হাতে আবার কখনও শ্বাশুরির হাতে, অসহায় বলে রেহাই পায়নি  দেবরের হাতে মার।মারাত্মক ভাবে আঘাতো পেয়েছে  কয়েকবার। আর কতো সইবে এমন যন্ত্রণা। অবশেষে ছাড়তে হলো স্বামীর ভিটা। স্বামীর ভিটা ছেড়ে   ফুলপুর উপজেলা ৫নং সদর ইউনিয় কাজিকান্দা গ্রামে  চলে আসে বাবার বাড়িতে। দুই সন্তান নিয়ে প্রায় দুই বছর ধরে পরে আছে বাবার বাড়িতে। নেননি কোনো খোঁজখবর দুই বছরের মধ্যে খরচ জন্য পাঠানো হয়  চার হাজার পাঁচশত টাকা। এদিকে ক‍্যান্সারে আক্রান্ত সন্তানের মৃত্যুর প্রহর গুনছে অসহায় সুমাইয়া। সুমাইয়া বাবা মাঈনউদ্দিন জানান মেয়ের সন্তানের জন্য আমার আমার কিছু অর্থ জমানো ছিলো সবশেষ হয়েছে

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *