মার্চ ২১, ২০২৫
Home » যশোরের মণিরামপুর ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টে গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন
IMG_20250125_220155

শফি সম্রাট, মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম যশোর কার্ড গ্যালারি স্পোর্টস ক্লাব ফুটবল একাদশ অত্যন্ত মনোমুগ্ধকর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা উপহার দেন। এ খেলায় স্বাগতিক গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাব ২-০ গোলে চ্যাম্পিয়ন হন। খেলায় বিপুল সংখ্যক অতিথি ও দর্শক সমাগম ঘটে। এ টুর্ণামেন্টের উদ্বোধনী পর্বে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও পায়রা কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ।
খেলার পুরস্কার বিতরণী পর্বে গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি খেলোয়াড়দের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মাদ গাজী, ওসির সহধর্মীনী প্রভাষক আসমা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী এম.এ হালিম, বিশিষ্ট শিল্পপতি অলোক দে, ড.হুমায়ুন কবীর বাবলা
মামুন অর রশীদ, মোঃ মনিরুজ্জামান, আব্দুল কুদ্দুস, শামছুর রহমান রনি, হাসান আলী, আব্দুর রাজ্জাক, পলাশ কুমার ঘোষ প্রমুখ। খেলাটি দর্শক নন্দীত করার জন্য ধারা ভাষ্যকর ছিলেন মাসুম বিল্লাহ ও সমীর কান্তি বিশ্বাস এবং রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন হুমায়ুন কবীর। উল্লেখ্য, মণিরামপুরের ঐতিহ্যবাহী গোপালপুর স্পোটিং ক্লাবের অনুকুলে তিন শতক জমি দান করে সেই জমিতে এদিন খেলা শুরুর আগে নিজস্ব অর্থায়নে ভবন নির্মান কল্পে ভবনের ভিত্তি স্তম্ভের শুভ উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *