মার্চ ২৩, ২০২৫
Home » লামায় জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার লামা অফিস” উদ্বোধনের প্রক্রিয়া অব্যাহত
IMG_20250126_141647-02 (1)

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: n; hw-remosaic: 0; touch: (0.33703706, 0.33703706); modeInfo: Beauty ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 332.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মোঃআব্দুল্লাহ  ইসলাম সুমন,বিশেষ প্রতিনিধি

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বান্দরবান জেলার লামা উপজেলায় লামা অফিস উদ্বোধনের প্রক্রিয়া চলছে । এ উপলক্ষ  বাংলাদেশ প্রেসক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ  করিম এলএলবি এর সভাপতিত্বে এক, আলোচনা সভা  অনুষ্ঠিত হয়,। উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ ইসলাম সুমন  দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার  বিশেষ প্রতিনিধি লামা বান্দরবান, মোহাম্মদ আলমগীর এবিএন বাংলা টিভি স্টাফ রিপোর্টার বান্দরবান।
উক্ত আলোচনা সভায় সভার সভাপতি মোহাম্মদ করিম এলএলবি বলেন বান্দরবন জেলার লামা উপজেলায় জাতীয় দৈনিক মানবতার কল্যাণে মানবাধিকার প্রতিদিন পত্রিকার একটি অফিস  জরুরী।
তিনি বলেন ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় দৈনিক মানবতার কল্যাণে মানবাধিকার প্রতিদিন এ জেলায় দিন দিন পাঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই পাঠকের হাতে দ্রুত পত্রিকা পৌঁছে দেওয়া  ও সংবাদ সংগ্রহ করার জন্য  একটি অফিস আমরা লামা পৌরসভার প্রাণকেন্দ্রে  স্থাপন করার জন্য নির্বাচন করতে যাচ্ছি। এ ব্যাপারে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা প্রকাশক ও সম্পাদক আবুল হাসান এর সাথে মতবিনিময় করা ও মতামত পেশ করা জন্য  সকলে একমত হইয়া চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত   হয়। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সভা সমাপ্ত করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *