

সামছুল কিবরিয়া সুমন
অগত্যা সেনাবাহিনীর সহায়তায় বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মছনের হাট থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ১টি স্কাভেটর ও ২টি ডাম্প ট্রাক আটক করা হয়েছে। আজ (২৫ জানুয়ারী) শনিবার সেনাবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় খননযন্ত্র ও ট্রাক আটক করা হলেও জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ইউএনও ইনামুল হাসান।