মার্চ ২১, ২০২৫
Home » শেরপুরে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
PIC3636363636(368) (1)

মো: কায়সার উদ্দিন,সিনিয়র স্টাফ রিপোর্টার 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, শেরপুর এর যৌথ আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে শেরপুরে আন্ত:উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ ঝিনাইগাতী উপজেলা একাদশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব-উল- আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় অন্যান্যদের জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত
ছিলেন। উল্লেখ্য, এ ভরিবল প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলা একাদশ অংশগ্রহন করেন।

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *