

মোঃ সালেক উদ্দিন,চট্টগ্রাম
সীতাকুণ্ডে লাভেন হেল্থ বিউটি কেয়ার কোম্পানীর মার্কেটিং প্রসার ওরিয়েন্টেশন সভা পৌরসভার একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাত ৭টায় পৌরসদরের উত্তর বাজারে অভিজাত হোটেল রাজবাড়ী রেস্তোরায় লাভেন হেল্থ বিউটি কেয়ার কোম্পানীর মার্কেটিং প্রসার ওরিয়েন্টেশন সভা মার্কেটিং ডিপার্টমেন্টের হেড নুরুল আলম উপস্হিত সকলের সামনে তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর এবং সীতাকুণ্ড শহীদ পারভেজ ফাউন্ডেশন,শহীদ নকীব ফাউন্ডেশনসহ তিনটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডঃ মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আরো উপস্হিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম এবং লাভেন হেল্থ বিউটি কেয়ার কোম্পানীর কর্মক
র্তা আব্দুল হান্নান, আলহাজ্ব মহিউদ্দিন, জসিম উদ্দীন, মোঃ জাহিদ প্রমূখ।