মার্চ ১৫, ২০২৫
Home » দেবহাটা কোমরপুর গড়িয়া ডাঙায় রহিমের পাকাঘর নিজের অর্থায়নে করে দিয়ে  আলফেরদাউস আলফার পক্ষে  উদ্বোধন 
IMG_20250127_155426

আবুল হাসান, স্টাফ রিপোর্টার

দেবহাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলফেরদাউস আলফা। তিনি পারুলিয়া কোমরপুর  গড়িয়া ডাঙায় এক গরীব ও অসহায় আঃ রহিম নামের এক ব্যাক্তির পাকাঘর নিজের অর্থায়নে গৃহনির্মাণ প্রদান করেন। ২৭ শে জানুয়ারী আসর বাদ মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে অনেকেই।গরীবের একটি পাকাঘর করনে সবাই সন্তুষ্টি। স্থানীয়রা বলেন, শুধু এই ঘরটি নয়,উপজেলা সহ-বহু গরীব ও অসহায় মানুষের ঘর থেকে শুরু ব্যাপক ভাবে সহায়তা দিয়ে জীবন যাপন করর উপায় করে দিয়ে যাচ্ছে। তারমতো উপজেলা চেয়ারম্যান সবার মাঝে থাকলে অনেক উপকার এমনই জানিয়েছেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *